১৫ অক্টোবর, ২০১৯

Hey, like this? Why not share it with a buddy?


বুয়েট ভর্তি পরীক্ষার জন্য দুইদিন স্থগিত থাকা আন্দোলন আবার মাঠে ফিরে আসে এইদিন। সকালে সমবেত হওয়ার পর, সকল ব্যাচের মধ্যে দফায় দফায় আলোচনার পর একটি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে - "সকল প্রকার র‍্যাগিং এর জন্য শাস্তির একটি নীতিমালা তৈরি করা"।  আরো সিদ্ধান্ত হয়, যেহেতু পূর্ববর্তী দাবিগুলো বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে, পাশাপাশি কিছু দাবি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছ, তাই মাঠের সক্রিয় আন্দোলন আপাতত স্থগিত রাখা হবে। তবে ৫ টি দাবি, যাদের বাস্তবায়ন সম্পূর্ণভাবে বুয়েটকর্তৃপক্ষের হাতে, তাদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এইদিন আরো সিদ্ধান্ত হয় বুয়েটে যেন নোংরা রাজনীতি ও র্্যাগিংয়ের কালো ছায়া আর ফিরে না আসে, সেই লক্ষ্যে পরদিন সকল শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তারা শপথ নেবে। 





পরবর্তীতে বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদমাধ্যমকে ছাত্রদের এই অবস্থান স্পষ্ট করে জানানোর মাধ্যমে দিনের সমাপ্তি হয়।