১৪ অক্টোবর, ২০১৯

Hey, like this? Why not share it with a buddy?


আন্দোলনের বিরতির দ্বিতীয় দিন চলছে। এই দিন বুয়েটের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা ছিলো। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোতে এবং দুপুর ২ টা থেকে স্থাপত্য বিভাগের পরীক্ষা নির্ধারিত ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরদের পূর্ণ  সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরীক্ষা চলাকালীন অভিভাবকদের পানি ও নাস্তার সরবরাহ, পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্দোলনকারী শিক্ষার্থীরা এগিয়ে আসে। প্রায় ৬০০০ পানির বোতল শিক্ষার্থীদের অর্থায়নে বিলি করা হয়। 





বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এইদিন উপস্থিত অভিভাবকদের কাছ থেকে আবরার ফাহাদের অকালমৃত্যুতে শোক ও সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে গণস্বাক্ষর নেয়।





আববার ফাহাদ হত্যাকান্ড আন্দোলনের মধ্যে এই “পাবলিক” পরীক্ষার অনেক গুরুত্ব ছিলো। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় ছিলো – যতক্ষণ না পর্যন্ত ১০ টি দাবি পূরণ হচ্ছে, ততদিন মাঠে থাকার প্রতিজ্ঞাতে তারা অবিচল ছিল।